বাংলা কবিতা

স্বাগতম

 

আত্মার আবেদন

এইসব কবিতা আমি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে লেখেছি| কবিতাগুলোর বিষয়বস্তুর সাথে কেউ কি একমত হবেন? পরিদর্শন বইয়ে আপনাদের মন্তব্য দেখে এই ওয়েব সাইটটিকে আরো সমৃদ্ধ করার সুযোগ চাই| কারো প্রশ্ন থাকলেও লেখবেন| কারো মন্তব্যে কারো কিছু বলার থাকলে সেক্ষেত্রে মন্তব্য আশাকরি| ইমেইলঃ bengalikobita@gmail.com

আমার ঠিকানা

কষ্ট জীবন ভরে

জীবনের রুপ

প্রতীক্ষা

বন্ধু সাবধান

জীবনের গ্রহণ

কেন ভাবোনি তারে

 

 

 

 

 

 

 

 

 

 

আমার উদ্দেশ্য

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আত্মার আবেদন

 

কার সাথে বন্ধু, এসেছ এখানে

প্রেমের অভিলাশে,

সে কে তোমার, তুমি কার হবে

বুঝিবে কি উপায়ে?

যদি না হয় সেই জন সে ——

তার প্রশ্ন এড়াবে কিভাবে

যে আছে ভাসমান সময়ের স্রোতে

তোমারী ঠিকানা ধরে|

তুমি ফিরে যাও বন্ধু, অনুরোধ রাখো,

কষ্ট নিওনা মনে,

এ কষ্ট তোমার সুখ হয়ে রবে

সারাটি জীবন ধরে|

এখনো ফিরলেনা, কি ভাবছ তুমি,

আত্মবিশ্বাস মনে,

কত বিশ্বাস ভেঙ্গে যায় ভাবো

সময়ের পথ ধরে|

যে ভাগ্য তোমার লেখা হয়ে গেছে

বিধাতার কালি দিয়ে,

সে ভাগ্যে তুমি অনীহা দেখালে

দিন যাবে অনুতাপে|

ফিরে যাও বন্ধু, শুভেচ্ছা তোমাকে

দেখা হবে একদিন,

আর কোনদিন নিতে চেয়োনা

এমন প্রশ্নের ঋণ|

ধৈর্য ধর, অপেক্ষা কর,

রঙীন স্বপ্ন গেথে,

আলোতে-আধারে, তোমার অবসরে

ভাবো ছায়াময় আমাকে|

আমরা চলমান মোহনার দিকে

দুজন দুপথ ধরে,

ক্ষণিকের বাকী, পথ বেশী নয়

বিশ্বাস আনো মনে|

আমার আবেদন ভেবোনা কবিতা,

লেখা শুধু কালি দিয়ে,

গেয়ে যাও সাথে আমরা চলমান

গন্তব্যের পথ ধরে|

 

উপরে যেতে

আপনার মন্তব্য লিখুন

 

 

 

 

 

 

 

 

 

কষ্ট জীবন ভরে

 

বন্ধু আমায় ডেকেছে আজি

যেতে হবে তার সাথে,

দূর হতে দূরে, আরো বহুদূরে

অজানার পানে ছুটে|

সুখের বৃষ্টি ঝড়াবো আমরা

আজি মিষ্টি কথার রসে

সারা দিনমান করিব স্নান

ভাবের আলাপনে|

এ জীবনে আর কারে চাই আমি

এমন বন্ধু ছেড়ে,

জীবনের সাথ পূর্ণ করিয়া

নিত্য ফিরিব ঘরে|

বাতাসের স্বরে কে যেন কাঁদে

সময়ের কোলে বসে ¾

আমার ভাগ্যে লিখালে বন্ধু

"কষ্ট জীবন ভরে"|

*********************

তোমার হৃদয়ে আসন যাহার

তাহার অধিকার ভেবে

নিজেকে তাহার আমানত ভেবো

সকল বাসনা ত্যাগে|

সুখের সাগরে ভাসিবে একদিন

ধৈর্যের ফল পেয়ে

সুখের নোংগর হবেই তোমার

সুখের তরী বেয়ে|

 

উপরে যেতে

আপনার মন্তব্য লিখুন

 

 

 

 

 

 

 

 

 

প্রতীক্ষা

 

পশ্চিম পানে প্রিয়তমের পথ

পল্লব পল্লব

প্রাণ প্রিয়তমের প্রীতির পংতিতে

পশ্চাত পরিপূর্ণ|

 

পলাশ-পলাশ! পলাশ!! পলাশ!!!

প্রিয়তমার প্রাণ প্রায়,

পথ পানের প্রতি——

পরম প্রতীক্ষায়|

 

প্রেমের পরিণতিতে

পাথর পাহাড় পরাণে

পোক্ত-পাকা-প্রজ্জ্বলি

প্রেমের পদভারে|

 

প্রেমের পরশে প্রস্ফুটি প্রাণ

প্রণয়ের পথ পানে,

প্রতিক্ষণে প্রতীক্ষায়

প্রিয়তমের প্রণয় প্রতিদান পালনে|

 

উপরে যেতে

আপনার মন্তব্য লিখুন

 

 

 

 

 

 

 

 

 

জীবনের গ্রহণ

 

নিশীত রাতে দাঁড়ালো সম্মুখে

ভোরের গগন হয়ে

পূর্ণ চাঁদ জোছনা হয়ে

পথের দিশা খুলে|

ভরে উঠে সুখে মাঠ প্রান্তর

জীবনের চতুর্ধার

ক্ষুধিত স্বপ্ন আলোক ভূবনে

জীবন করছে পার|

দুঃখীজন তায় কাঙাল হয়ে

চোখ তুলে শুধু চায়

কতক সুদূর রাজ্য মধুর

কী বাতাস জানি বায়|

কতক যেতেই নেত্র কোট্র

হায়-হায়! হায়!! হায়!!!

গ্রহণ জেগেছে জোছনার কোলে

রাত্রী বুঝি ফের ধায়|

তবু পথ ধরে চলে পথ অবিরত

আলোক স্বপ্নে ছায়

মাঝ পথে হায় এমনি সহসা

জোছনা ক্ষয়ে যায়|

মলীন জীবনে জ্বল প্রভা মোর

ক্ষীণ হতে ক্ষীণ হয়ে

লুটায়েছে মোরে শূন্য সমীপে

গ্রহণের তলে মরে|

 

উপরে যেতে

আপনার মন্তব্য লিখুন

 

 

 

 

 

 

 

 

 

আমার ঠিকানা

 

আমার ঠিকানা খুজনা বন্ধু

আমি কোথাও নেই, আবার সবখানে

যাতনার রাজ্যে আমি মহারাজা

বসে আছি সিংহাসনে|

ভালবাসা দিয়ে গড়া প্রাসাদ আমার

দুঃখ তার ছাদ, কষ্ট তার মেঝে

বেদনার রাজ্যের চির বসন্ত এখানে

বয়ে যায় একই রূপে|

দিন চলে যায় সময়ের স্রোতে

আর আশা খুজবার নেই কোন

সকল আশায় পূর্ণতা পেয়েছি

যেভাবে চাইনি কখনো|

এখন অপেক্ষায় আমি সময়ের স্রোতে

চির ঠিকানা ধরে

সকল কর্মের মজুরী নিতে

যেতে হবে যে ঘরে|

***************

আমাকে হেসোনা, বন্ধু ভাবো

জীবন চিনেছি আমি

আমার এ ভাগ্য তোমারও হতে পারে

যদি কর তাড়াতাড়ি|

তোমরা সুখি হও আমার কামনা

সাড়া দিয়ে আত্মার আবেদনে

আত্ম বিশ্বাসে কখনো নেমোনা

সময়ের স্রোত থেকে|

 

উপরে যেতে

আপনার মন্তব্য লিখুন

 

 

 

 

 

 

 

 

 

জীবনের রূপ

 

রক্তের মত লাল হয়ে গেছে

আমার হৃদয় ভূমি

আধারের সাথে মিশে গেছে

আমার সুখের ছায়াগুলি|

কষ্টের সাথে মিশে গেছে

আমার সুখের স্বপ্নগুলি

নিরাশার সাথে মিশে গেছে

আমার আশার বাণীগুলি|

ক্ষয়ে ক্ষয়ে মিলে গেছে

আমার আশার ঢেউগুলি

ক্ষীণ হতে ক্ষীণ হয়ে গেছে

আমার হৃদয়ের সুরধ্বনি|

শুরুগুলো সুখের শেষ হয়ে গেছে

বিরাণ স্বর্গভূমি

কষ্টের দিন শুরু হয়ে গেছে

ডাকিছে নরকভূমি|

সৌভাগ্য আমার থেমে গেছে আজ

চলার পথে দেখি

নিয়তি আমায় কোথা নিয়ে যায়

স্বপ্নের মত ভাবি|

যেখানে ছিল স্বর্গ আমার

সেখানে নরক দেখি

যেখানে ভাবিতাম আলোতে ভরিয়া

সেখানেই আধারে ডুবি|

জীবনে এখন শত বঞ্চনা

শুধু ভাষাময় বুক পেয়ে

জীবনের স্বপ্ন ভেঙ্গে গেল তাই

অনৈতিকতার তরে|

চলে গেছে সেই স্বপ্নের দেবতা

অভিনয় শেষ করি

জীবনে এখন সবকিছু আমার

বিরান স্বর্গভূমি|

কষ্টের মাঝে কষ্ট এখন

প্রতিক্ষণে এসে যায়

বেদনার মাঝে বেদনা আমায়

শুধুই রাঙিয়ে যায়|

বিবেক আমায় দংশিছে আমায়

মরণেও দেয়না ঠাই

পারিনা আপনজনেরেও বলিতে

এ ভুলের ক্ষমা চাই|

***************

যার আহবানে দিয়েছিলাম সাড়া

বুঝিনি তার অভিনয়

এমব আবোধ তুমি হয়োনা

যখন তোমার অসময়|

সময় বুঝিবে তখনই তুমি

হয়েছে তোমার তরে

আসিয়াছে কেউ তোমারে নিতে

আপনার করে লয়ে|

 

উপরে যেতে

আপনার মন্তব্য লিখুন

 

 

 

 

 

 

 

 

 

বন্ধু সাবধান

 

সরল বিশ্বাসী বিশ্বাস গড়না

কাউকে আপন মনে করে

খুজিতে যেওনা কোন স্বর্গ কোথাও

বিশ্বাস বুকে বেধে|

কি করে বুঝিবে তুমি

কে তোমার আসল, আর কে নয়

কি করে বুঝিবে মিষ্টি কথার মাঝে

আছে হৃদয় কিংবা অভিনয়|

কি করে বুঝিবে তোমার অনুভুতি

দোলেনা তাহার মনে

কি করে বুঝিতে তোমার আকুতি

একদিন ফিরিয়া আসিবেনা কেঁদে|

তুমি ভাগ্যবতি হয়ত ভাবছ এক্ষুনি

দুচোখে স্বপ্নের আলো জুড়ে

কিন্তু বন্ধু, ভাবোনা কেন তুমি

ভালবাসায়ও খেলা চলে|

যে হৃদয়মনা আর যে অভিনেতা

দুজনেই হৃদয় খোজে

অভিনেতাও অভিনয় করে

হৃদয়মনার ছলে|

পার্থক্য কোথাও নেইকো বন্ধু

বুঝিতে চাও কি সেই ক্ষনে

যখন তোমার সকল হেরিয়া

চিনিবে তারে নতুন করে|

দেখনা, শিকারীরা জাল বিছায়

কত নিখুত ভাবে

বুঝিতে পারে কি, নিশানা যার প্রতি

ফাদে পড়বার আগে|

সাবধান তুমি দুডানা পেয়ে

ভীন্ন পথে ওড়ে

যদি ধরা পর শিকারীর ফাদে

নিরাশায় কাদবে মরে|

একথা জেনো নিশ্চয়ই তুমি

একদিন উত্তর দিতে হবে-

কারো কাছে কি প্রিয়া পেয়েছ কি ধোকা

আমায় পেয়েছ ভেবে|

আজিকার সুখ দিয়ে যাবে দুঃখ

তখন আসীম যন্ত্রণায় ভরে

শত প্রশ্ন তোমারে বিধিয়া মারিবে

উত্তরও প্রশ্ন হয়ে|

যার প্রাণের ছায়ায় তোমার নিবাস

বিধাতা দিয়েছেন লিখে

তারে পেতে তোমার কোন চেষ্টা কেন

অস্থির হৃদয় নিয়ে|

*****************

প্রাণের বাধনে বাধিলে কাউকে

অনেজ সুখের আশা নিয়ে

তাহার মনের অজানা খবর

তোমার নিয়তি ভাংতে পারে|

ধৈর্য ধর, অপেক্ষা কর

রঙীন স্বপ্ন গেথে

স্বপ্নের মত জাগিয়ে দেখিবে

একদিন তাহাকে অবাক হয়ে|

তোমার হৃদয়ে হবে তাহার নিবাস

তুমি তার হৃদয়ে

দেখিবে, কিভাবে যেন সব পেয়ে গেছ

আন্তরালে ঘটে|

 

উপরে যেতে

আপনার মন্তব্য লিখুন

 

 

 

 

 

 

 

 

 

কেন ভাবোনি তারে

 

দুঃখিত| আপাতত এই কবিতাটি নেই|

 

উপরে যেতে

আপনার মন্তব্য লিখুন